পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা ৮৩ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। এর ফলে যমুনা নদীর অভ্যন্তরের নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে, আর তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির স্তর ১০.৪৫ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার ২.৪৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানির স্তর ১২.০৬ মিটার, যা বিপদসীমার ১.৯৪ মিটার নিচে। তবে যেভাবে পানি বাড়ছে, তাতে দ্রুতই পরিস্থিতি পরিবর্তনের আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা তীরবর্তী এলাকাগুলোর নিচু অংশ প্লাবিত হয়েছে। তলিয়ে যেতে বসেছে এসব এলাকার ফসলের খেত। একই সঙ্গে নদীর বিভিন্ন অংশে ভাঙনও দেখা দিয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন বলেন, “কয়েকদিনের পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে যমুনার পানি বাড়ছে। কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে, তবে সেগুলোর রোধে কাজ চলছে।” তিনি জানান, “বর্তমানে ভয়াবহ বন্যার আশঙ্কা না থাকলেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত