চার দিনের সফরে আজ (২৭ মে) রাতেই জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২৮-৩১ মে টোকিওতে অনুষ্ঠেয় ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া-তে অংশ নেবেন।
সফরকালে তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাইকা ও জেট্রো প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং একটি বিজনেস সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।
২৯ মে তিনি ফোরামে বক্তৃতা দেবেন এবং ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এ সফরে ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে, যার মধ্যে রয়েছে:
প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জেবিআইসির ঋণচুক্তি
দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য ভূমি সংক্রান্ত সমঝোতা (ওনডা ও নাকসিস)
ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপনে বিডার সঙ্গে চুক্তি
বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপনে জাইকার সঙ্গে সমঝোতা
বিএমইটির সঙ্গে দক্ষতা ও ভাষা উন্নয়ন বিষয়ে দুটি সমঝোতা
বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ উন্নয়ন বিষয়ে এক্সচেঞ্জ অব নোটস