রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপথ মোড় এলাকা থেকে অজ্ঞাতনামা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ১২ বছর বয়সী শিশুটির পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে সোমবার, ১৪ জুলাই ২০২৫। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্ত করতে জনসাধারণের সহায়তা প্রয়োজন। ছবিতে প্রদর্শিত মৃত শিশুটিকে কেউ চিনে থাকলে ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫১৬) অথবা তদন্ত কর্মকর্তা (০১৭১৫৩২২৯৮৩) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত