1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্বাস্থ্য ও খেলাধুলায় বিজ্ঞানভিত্তিক সাফল্য অর্জন বিষয়ে ‘হারনেসিং সাইন্স ফর হেলথ অ্যান্ড স্পোর্টিং সাকসেস’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের আয়োজনে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, গবেষণার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।ভার্চুয়ালি যুক্ত হন প্রধান বক্তা ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অলক কুমার ব্যানার্জি। তিনি বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির উপর আলোকপাত করেন।দিনব্যাপী অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন, টেকনিক্যাল সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। অংশ নেন ড্যাফোডিল, ইসলামী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম।কনফারেন্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট