যশোরে গণ অধিকার পরিষদের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোর জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে যশোর–৬ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জেসিনা মুশীদ প্রাপ্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি যশোরে দ্বিতীয় নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক অধিকার পরিষদের নেতা হুমায়ন কবির মুরাদ, সাধারণ সম্পাদক তারেক হোসেন, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি রুবেল শেখ এবং গণ অধিকার পরিষদ কেশবপুর উপজেলা সভাপতি সৈয়দ রেজাউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।