1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

যশোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এসিড হামলা, অভিযুক্ত জসিম এখনো পলাতক

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মঠবাড়ি গ্রামে প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় এক নারীর পরিবারের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত জসিম এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ ও র‌্যাব একাধিক অভিযান চালালেও এখন পর্যন্ত সফলতা আসেনি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, শুক্রবার জসিমকে ধরার খুব কাছাকাছি গিয়েও তাকে হাতছাড়া করতে হয়েছে। ধারণা করা হচ্ছে, সে ইতোমধ্যে যশোর জেলার বাইরে পালিয়ে গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার পর। স্থানীয় বাসিন্দা জসিম দীর্ঘদিন ধরে জামাত হোসেনের মেয়ে রিপাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওই রাতেই বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে জসিম। এতে রিপা (২৬), তার ছোট ভাই ইয়ানূর (৮) এবং তাদের মা রাহেলা বেগম আহত হন।

ঘটনার পরপরই জসিম পালিয়ে যায়। পরদিন শুক্রবার ভুক্তভোগীদের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশ ও র‌্যাব অভিযানে নামে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট