1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

অভয়নগরে কুয়েতপ্রবাসী হাসান হত্যা: বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল সিদ্ধিপাশা ইউনিয়ন

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

যশোরের অভয়নগরে কুয়েতপ্রবাসী এসএম হাসান শেখ হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে সিদ্ধিপাশা ইউনিয়নের সাধারণ মানুষ। মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর ব্যানারে নাউলি বাজারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হাসানের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, নিহতের বড়ভাই এবং বিএল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মুন্না, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক শরিফ বেলাল হুসাইন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম মুজিবর রহমান, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান এমজি সরোয়ার ফারাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম ইয়ার আলী, যুবদল নেতা জসিম উদ্দিন সোহাগ, স্বেচ্ছাসেবকদল নেতা মীর রেজয়ান হোসেন, যুবদল নেতা এসএম মুন্না এবং নাসির উদ্দীন মোল্যা।

সমাবেশটি সঞ্চালনা করেন অভয়নগর থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য উজ্জ্বল হোসেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নাউলি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সমাবেশস্থলে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে নাউলি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে ৩৫ বছর বয়সী এসএম হাসান শেখকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই এসএম মুন্না বাদী হয়ে অভয়নগর থানায় ছয়জনকে নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট