যশোরের বাঘারপাড়ায় মোটর সাইকেলের পেট্রোল কেনাকে কেন্দ্র করে এক ব্যবসায়িসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা সবাই বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
মঙ্গলবার রাত নয়টার দিকে রায়পুর ইউনিয়নের আরাজি সিলুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ব্যবসায়ি শামছুর রহমান (৫৫), তার দুই ছেলে রাকিবুল ইসলাম (১৭), রিংকু (২০), শামছুর রহমানের দুই ভাই আজগর আলী (৭৫), ও সাইদুর রহমান (৬০)।
অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মোটর সাইকেলের পেট্রোল কিনতে আসে পাশের নারিকেলবাড়ীয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে মঞ্জুর খাঁ’র ছেলে সুমন। এসময় পেট্রোলের বোতলের কিছু অংশ খালি থাকায় ভরে দিতে বলে ব্যবসায়ি শামছুর রহমানকে। ব্যবসায়ি বেশি টাকা দাবি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত নয়টার দিকে সংঘবন্ধভাবে মঞ্জুর খাঁ, তার ছেলে সুমন ও ইমন, মজনু খাঁ, সেন্টু খাঁ, নরু খাঁ ও টিটো খাঁসহ একদল উচ্ছৃঙ্খল লোকজন ধারালো ছুরি, লোহার রড়, দিয়ে ব্যবসায়ি শামছুর রহমানের উপর অতর্কিত হামলা চালাতে থাকে। এসময় পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে।
বাঘারপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।