1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

যশোরে ড্রেন নির্মাণের নামে রাস্তা দখল, চরম দুর্ভোগে এলাকাবাসী

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে ড্রেন নির্মাণের নামে প্রধান সড়ক ও ফুটপাত দখল করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ইট, বালি ও পাথরের স্তূপে রিকশা ও পথচারী চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণ সামগ্রী রেখে কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। পৌরসভার একাধিকবার জানালেও ব্যবস্থা নেয়নি কেউ।

সোমবার সরেজমিনে দেখা যায়, ফুড অফিস মোড় থেকে কবরস্থান মোড় পর্যন্ত রাস্তা প্রায় অচল। নির্মাণাধীন ড্রেনে পানি জমে আছে, অথচ কাজের গতি নেই। ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মী জানান, তারা ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। প্রকৌশলী সুজন ফোনে জানান, তিনি বিষয়টি জানেন না—পরে আর ফোন রিসিভ করেননি।

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল ও প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার দায় এড়িয়ে যান। তবে পৌর প্রশাসক রফিকুল হাসান জানান, অভিযোগ পেয়েছেন এবং ঠিকাদারকে মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দেরও বিষয়টি মীমাংসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট