1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

যশোরে খাজনা দ্বিগুণ ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বাজার বন্ধ, পৌরসভা ঘেরাও

স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

যশোরের ঘোপ ধানপট্টি বউ বাজারে খাজনা দ্বিগুণ করার প্রতিবাদে এবং ইজারাদারের লোকজনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বাজার বন্ধ রেখে বিক্ষোভ ও পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রোববার (১৫ জুন) সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে মিছিল করেন এবং যশোর পৌরসভায় গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।

ব্যবসায়ীরা জানান, এতদিন প্রতিটি দোকান থেকে ২০ টাকা করে খাজনা আদায় করা হতো, যার মধ্যে ১০ টাকা যেত ইজারাদারের কাছে এবং বাকি ১০ টাকা জমা পড়তো বাজার ব্যবসায়ী সমিতির তহবিলে। কিন্তু সম্প্রতি ইজারাদারের ঘনিষ্ঠ রিপন নামের এক ব্যক্তি দোকানপ্রতি ৪০ টাকা খাজনা দাবি করেন। তার বণ্টন অনুযায়ী, ৩০ টাকা ইজারাদার এবং ১০ টাকা সমিতি পাবে।

এছাড়া তিনি বাজার সীমানার বাইরের ব্যক্তিগত দোকান থেকেও খাজনা আদায়ের চেষ্টা করছেন, যা আগে কখনও করা হয়নি। ব্যবসায়ীরা অভিযোগ করেন, খাজনা না দিলে রিপন তাদের হুমকি দেন যে ‘গায়ের ছাল থাকবে না’, এমনকি রূঢ় ও অবমাননাকর আচরণ করেন।

বিষয়টি জানাতে ব্যবসায়ীরা পৌরসভায় গেলে পৌরপ্রশাসক অনুপস্থিত থাকায় তারা অভিযোগ জানান প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডুর কাছে। তিনি অভিযোগ শোনার পর বলেন, “আমরা ব্যবসায়ীদের কথা শুনেছি। আগামীকাল পৌরসভার পক্ষ থেকে বাজারে গিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

এই ঘটনার পর বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা বাজারে ফিরলেও এখনও দোকান খোলেননি। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বিকল্প হিসেবে শহরের বড়বাজারে গিয়ে কেনাকাটা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট