1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

যশোরে সোহানা খাতুন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, ধর্ষকের ফাঁসির দাবি

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১০টায় বায়সা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

মানববন্ধনের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সেবার প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডা. ইবাদ আলী, নিহত সোহানার বাবা আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম, স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, মানবতার মানুষ সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসী তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী ও নাহিদ হাসান প্রমুখ।

মানববন্ধনে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। এতে একাত্মতা প্রকাশ করে সেবা, স্বপ্নচূড়া, আশার আলোসহ স্থানীয় বাজার কমিটি এবং আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সবার একটাই দাবি—সোহানার মতো আর কোনো শিশুর যেন এমন নিষ্ঠুর পরিণতি না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট