1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

যশোরের ধানপট্টি বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

যশোরের ঘোপ ধানপট্টি বউ বাজারে দোকানপাট ফের খুলেছে। সোমবার সকালে পৌর নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু ও প্রকৌশলী কামাল আহম্মেদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করেন।

ব্যবসায়ীদের অভিযোগ ছিল, ইজারাদার দ্বিগুণ হারে খাজনা আদায় করছেন এবং অসৌজন্যমূলক আচরণ করছেন। তবে তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বরং জানা গেছে, বাজারের ইজারা না পাওয়ায় একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়েছে।

পৌর কর্মকর্তা উত্তম কুমার জানান, ইজারাদার আবু হাসান দুই মাস ধরে কম হারে খাজনা নিয়েছেন। সম্প্রতি নির্ধারিত হারে খাজনা চাওয়ায় অসন্তোষ দেখা দেয়। প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, কোনো অতিরিক্ত খাজনার প্রমাণ পাওয়া যায়নি।

ইজারাদার আবু হাসান বলেন, বিভ্রান্তির পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। উল্লেখ্য, রোববার যুবদল নেতা মোর্শেদ আলী ও হেলাল আহম্মেদের নেতৃত্বে ব্যবসায়ীরা পৌরসভা ঘেরাও করেন। পরে নতুন বাজার কমিটি গঠিত হয়, যেখানে হেলাল সভাপতি ও মোর্শেদ সাধারণ সম্পাদক হন। স্থানীয়দের দাবি, বিভ্রান্তি ছড়ানোর পেছনে এই কমিটি গঠনের পরিকল্পনাই ছিল মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট