যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের সালতা দিঘির পাড়ে হযরত সিদ্দীন আউলিয়া (র.) মাজার সংলগ্ন শতবর্ষী তেতুলগাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, গাছটি শুধু প্রাচীন নয়, এটি তাঁদের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আবেগের প্রতীক।
স্থানীয়রা জানান, মাজার, ঈদগাহ, দিঘি ও তেতুলগাছ—এই চারটি উপাদান ঘিরেই সালতা এলাকার ধর্মীয় সংস্কৃতি গড়ে উঠেছে। মানত, ইবাদত ও তাবারক বিতরণের অংশ হিসেবে ভক্তরা গাছতলায় বসে থাকেন। তাই গাছটি কাটা তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ কর্মী মাস্টার আলতাফ হোসেন পূর্বে একাধিকবার গাছ কাটার চেষ্টা করলেও ব্যর্থ হন। সম্প্রতি বিএনপি নেতা শহিদুল ইসলাম ও যুবদল নেতা বাবুর সহায়তায় গাছ কাটা শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গাছ কাটার দৃশ্য দেখা গেছে।
যুবদল নেতা বাবু দাবি করেন, তিনি গাছটি মাস্টার আলতাফের কাছ থেকে কিনেছেন এবং আইন মেনেই কেটে নিচ্ছেন। অন্যদিকে মাস্টার আলতাফ বলেন, গাছটি তাঁর পৈত্রিক সম্পত্তির অংশ এবং মাজার কমিটি তাঁর জমি দখল করে রেখেছে।
এলাকাবাসীর একাংশ আশঙ্কা প্রকাশ করেছে, গাছ কাটাকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত