1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

অভয়নগরে সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় যশোর জেলা জামায়াতের

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

যশোরের অভয়নগর উপজেলার সার্বিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল। ২৪শে জুন’২৫ মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরিফ হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “সংস্কার করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন জনগণের ন্যায্য দাবি। এই প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে জনগণের জবাবদিহিমূলক একটি রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, পৌর শাখার আমীর মাওলানা আলতাফ হোসেন, প্রচার সম্পাদক শরীফ বেলাল হোসেন এবং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট