ঝালকাঠি নেছারাবাদে এন.সি.সি ভবনে ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর উদ্যোগে ০১ জুন ২০২৫ তারিখ ‘ইত্তেহাদ মায়াল ইখতেলাফ’ নীতির আলোকেই আসবে সফলতা” শীর্ষক প্রতিপাদ্যে “মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ‘খতমে নবুওয়াত’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
‘আল-ইত্তেহাদ মায়াল ইখতেলাফ—মতানৈক্যসহ ঐক্য’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়।
বক্তব্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ এবং পীর-মাশায়েখ ও জাতীয় ওলামা-ফুযালাগণ ‘খতমে নবুওয়াত’-এর তাৎপর্য তুলে ধরেন এবং দ্বীনের বৃহত্তর ঐক্যের স্বার্থে ও মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভেদপূর্ণ পরিস্থিতিতে ‘মতানৈক্যসহ ঐক্য’ নীতির ভিত্তিতে ঐক্য ও সংহতি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপের পাশাপাশি সকলে ইসলাম ও মুসলিম সমাজের কল্যাণে নিজেদের স্ব-স্ব ভূমিকার ওপর জোর দেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন—আমীরুল মুছলিহীন মুহতারম নেছারাবাদী হুজুর দা.বা.। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মধুপুরের পীর ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর, আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ দা.বা.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামাগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, মাওলানা মুহাম্মদ নিয়ামত উল্লাহ সাহেব, মুন্সিগঞ্জ, মাওলানা মুহাম্মদ ওবায়দুল রহমান মাহবুব, মুহতামিম, জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া, বরিশাল, মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যক্ষ, ঝালকাঠি এন.এস কামিল মাদরাসা।
আয়োজনে: জামেয়া দারুল কায়েদ তাহীলী, নেছারাবাদ, ঝালকাঠি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত