জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই জুলাই সনদ তৈরি করা হবে। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. রীয়াজ বলেন, পুঞ্জিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। ফ্যাসিবাদের পতনে গড়ে ওঠা ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশের জন্য প্রচেষ্টা চালাতে হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ৫৩ বছর ধরে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে, তার ধারাবাহিকতায় কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। তা ধরে রাখতে না পারলে সব অর্জন হারিয়ে যেতে পারে।
ড. রীয়াজ বলেন, এই সংগ্রাম শুধু বর্তমানের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রচেষ্টা।
উল্লেখ্য, গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকের পর ঐকমত্য কমিশন বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গেও সংলাপে বসবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত