অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই সনদের ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা পরিহার করে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের সংস্কার ও সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত নানা নতুন দিক। এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সনদটি সফল করতে সবাই সম্মিলিতভাবে কাজ করছে।
জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, “তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দেবে। ১৮ কোটি মানুষের অর্ধেকই ২৭ বছরের নিচে—এরা আমাদের সবচেয়ে বড় সম্পদ।”
তিনি আরও বলেন, “সারা দুনিয়া অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ অনেক দেশে তরুণ প্রজন্মের অভাব। আমাদের তরুণদের মাধ্যমেই শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব পরিবর্তনের সুযোগ এসেছে।”
শেষে ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই ঐকমত্যের ভিত্তিতে নতুন পথরেখা বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।