জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ওই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৪ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এতে থাকবে বিভিন্ন শিল্পীদের পরিবেশনা, ‘ফ্যাসিস্টের পলায়ন’ উদযাপন, ঐতিহাসিক ঘোষণা পাঠ, ড্রোন শো এবং ব্যান্ড সংগীতের পরিবেশনা।
অনুষ্ঠানস্থলে ব্যাপক জনসমাগমের কারণে মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিএমপি।
বিকল্প রুট ও ডাইভারশন পয়েন্ট:
আড়ং ক্রসিং: মিরপুর রোড হয়ে আগত যানবাহন ধানমন্ডি-২৭ হয়ে অগ্রসর হবে। দক্ষিণ দিক থেকে আসা যানবাহন গণভবন হয়ে লেক রোড ও বিজয় সরণি রুটে চলবে।
খেজুর বাগান ক্রসিং: এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আসা যানবাহন লেক রোড ও গণভবন হয়ে ধানমন্ডিগামী হবে।
ফার্মগেট: ফার্মগেট থেকে মিরপুরগামী যানবাহন বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলবে।
গণভবন ক্রসিং: উত্তর দিক থেকে আগত যানবাহন গণভবন হয়ে লেক রোড ও বিজয় সরণি হয়ে যাবে।
আসাদগেট: মোহাম্মদপুর থেকে আগত যানবাহন গণভবন হয়ে বিকল্প রুটে চলবে।
সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
পার্কিং ব্যবস্থা:
অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্ক করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যান চলাচলের আহ্বান জানিয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত