প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৯:০০ পি.এম
মোজাম্মেল হোসেন মোহন-এর কবিতা ‘কার ইশারায়’
কার ইশারায়
-মোজাম্মেল হোসেন মোহন
বৃষ্টি-বাদল বাজায় মাদল
কি আনন্দে নাচে হায়!
ঝরে পড়ে ভবের ঘরে
কার ইশারায় বহে বায়?
কোকিল ডাকে পলাশ শাখে
কার খেয়ালে গায় পাখি,
নদীর গতি বাড়ে অতি
বর্ষাকালে বানডাকি।
কার ডাকে হায় সব রয়ে যায়
খালি হাতে ছুটতে হয়,
দুখানলে হৃদয় জ্বলে
জীবন তো নয় মধুময়।
নাগরদোলা আগের গোলা
কার কথাতে থমকে যায়,
দীঘির জলে শতদলে
ওড়ে অলি মধু খায়।
শিশির বিন্দু গড়ে সিন্ধু
কার ডাকেতে চিরকাল,
প্রাণের পাখি মুদে আঁখি
অন্য কোথা ধরে হাল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত