1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

তরুণ অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জনঃ আলোচনায় কারিনা কাপুর

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন এক ভৌতিক চলচ্চিত্রে এক ভূতের চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন হুসাইন দালাল, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও রচনা করেছিলেন। ভৌতিক ঘরানার এই ছবির গল্পে নাকি রয়েছে একাধিক চমক, যা ভারতীয় হরর সিনেমার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। যদিও সিনেমাটির নাম কিংবা বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এর আগে কারিনাকে দেখা গেছে ‘সিংহাম এগেইন’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। সেখানে তিনি অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেন। এছাড়াও ছবিতে ছিলেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার ও রণবীর সিং।

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সারা অর্জুন। তবে পর্দায় তাদের বয়সের ব্যবধান নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। একই ধরনের বিতর্কে সম্প্রতি নাম জড়িয়েছে আরও কয়েকজন তারকার। সালমান খানকে ‘সিকান্দার’ ছবিতে রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছে। একইভাবে, আমির খানও সমালোচনার মুখে পড়েছেন ‘সিতারে জ়ামিন পার’ ছবিতে জেনেলিয়া দেশমুখের বিপরীতে অভিনয় করায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!