কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে। ভারতীয় সামরিক সূত্র জানায়, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা ভারতীয় চৌকিতে গুলি চালালে ভারতও পাল্টা জবাব দেয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
সম্প্রতি পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনায় দুই দেশের মধ্যে নতুন সংকটের আশঙ্কা করছে ভারতীয় সংবাদমাধ্যম।
পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে, ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে এবং সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করেছে।
এছাড়া সম্ভাব্য ভারতীয় হামলা প্রতিহত করতে সামরিক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, তারা যেকোনো ভারতীয় আক্রমণের জবাব দিতে প্রস্তুত।