পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত কখনো এই পরাজয় ভুলতে পারবে না। ইনশাআল্লাহ, একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।
আজ (বৃহস্পতিবার) সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আনুষ্ঠানিকভাবে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আজকের দিনটি জাতীয় গৌরব ও পাকিস্তানের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত। আমাদের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি, তারা যুদ্ধকে শত্রুর ভূখণ্ডে নিয়ে গিয়েছে এবং অল্প সময়েই আগ্রাসী শক্তিকে পরাজিত করে শিক্ষা দিয়েছে।”
তিনি আরও বলেন, “কেউ কেউ ধারণা করেছিল যে, পাকিস্তান প্রচলিত যুদ্ধে পিছিয়ে আছে। কিন্তু এই যুদ্ধ সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। আমাদের ঐক্য, সাহস ও ঈমান আমাদের অর্থনৈতিক অগ্রগতির দিকে নিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হবে।”
শাহবাজ শরিফ অনুষ্ঠানে ফিল্ড মার্শাল আসিম মুনির, চিফ অব জয়েন্ট স্টাফ জেনারেল সাহির শামশাদ মির্জা, এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকী এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। তিনি বলেন, “আমরা আজ সশস্ত্র বাহিনীর সেইসব বীরদের সম্মান জানাতে একত্রিত হয়েছি যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও অখণ্ডতা রক্ষা করেছেন। জাতি আপনাদের নিয়ে গর্ব করে।”
রাষ্ট্রপতি আরও জানান, “আমি পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করছি এবং তাকে সর্বোচ্চ সামরিক মর্যাদা হিসেবে ব্যাটন তুলে দিচ্ছি।”