যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে এর এক ঘণ্টার মধ্যেই জম্মু কাশ্মীরে ড্রোন হামলার ঘটনা ঘটে, যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দিল্লি অভিযোগ করেছে, জম্মু কাশ্মীরের এই ড্রোন হামলার পেছনে পাকিস্তান রয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘনের সরাসরি উদাহরণ। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কড়া বার্তায় বলেন, “পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান।”
অন্যদিকে, পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে “পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ”।
রোববার (১১ মে) সকালে এক বিবৃতিতে পাকিস্তান জানায়, ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর আগেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার হুমকি দেয়।
সংবাদমাধ্যম আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে।