খুলনার নিজখামার এলাকায় মিছিল বের করার চেষ্টা করায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় জনতার মারধরে একজন আহত হন, যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী জানান, আটক ব্যক্তিরা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, খরনিয়া ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা সবাই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে ১৫-২০ জনের একটি দল নিজখামার এলাকায় আওয়ামী লীগের ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে মিছিল বের করার চেষ্টা করছিল। তখন স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে তাঁদের ধাওয়া দেন। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যান।
ঘটনার পর লবণচরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। পরিদর্শক ইউসুফ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে তোলা হবে।