1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

কিয়েভে রুশ হামলায় নিহত ২৬, শিশু ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবারের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আহত হয়েছেন ১৫৯ জন, যার মধ্যে ১৬ জন শিশু।

প্রথমে ১৬ জনের মৃত্যুর খবর জানানো হলেও পরে সাভিয়াতোশিনস্কি জেলার একটি আবাসিক ভবন থেকে আরও ১০টি মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ২ বছর বয়সী একটি শিশুও।

এ হামলার জেরে শুক্রবার (১ আগস্ট) ইউক্রেনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। কিয়েভে এটি ২০২২ সালের পূর্ণ আগ্রাসন শুরুর পর অন্যতম ভয়াবহ হামলা।

এছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলের ঝাপোরিঝঝিয়ায় রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় প্রশাসন।

রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোকে রাশিয়ায় ‘শাসক পরিবর্তনের’ আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এ হামলাকে “নিন্দনীয়” আখ্যা দিয়ে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, রাশিয়াকে আগ্রাসন বন্ধে ১০-১২ দিনের সময়সীমা দেওয়া হয়েছে, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!