রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা-কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিসা বার থেকে নামার সময় রাব্বির সঙ্গে মুন্না নামে এক যুবকসহ ছয়-সাতজনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি ও ডান হাতের কনুইতে একটি আঘাত করে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।
ঘটনার পর বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।