ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ইউনূসের দারিদ্র্য বিমোচন কার্যক্রম, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং সামাজিক ব্যবসার ধারণার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ‘থ্রি জিরো’ প্রচারণাকে সভ্যতা রক্ষার জন্য সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন তিনি।
প্রেস সচিব আরও লেখেন, রাজা চার্লস বহুদিন ধরে ড. ইউনূসের কাজের একজন একনিষ্ঠ অনুরাগী। ইউনূসের একটি বইয়ের ভূমিকাও তিনি নিজে লিখেছেন, যা তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও চিন্তাধারার মিলের দৃষ্টান্ত।
প্রসঙ্গত, প্রিন্স অব ওয়েলস থাকাকালীনও রাজা চার্লস একাধিকবার ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। বৈঠকটি নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্র এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
উল্লেখ্য, চারদিনের সফরে গত মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী ১৪ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।