রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট এলাকায় কিশোর গ্যাং ‘মুন্না গ্যাং’-এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে বুধবার রাতে চালানো এ অভিযানে গ্যাং লিডার মুন্নাসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র মহড়া, ছিনতাই, মাদক ব্যবসা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। অভিযানকালে তাদের বাসায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বিপজ্জনক অস্ত্র ও নির্যাতনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী:
২টি সামুরাই তরবারি
২টি চাপাতি
৬টি বিভিন্ন সাইজের ছুরি
৪টি চাক্কি-স্টিক (নির্যাতনের জন্য ব্যবহৃত)
১টি চেইন স্টিক
৪টি মোবাইল ফোন
অভিযানের সময় জব্দ করা ভিডিও ফুটেজে গ্যাং সদস্যদের হাতে অস্ত্রসহ বিভিন্ন নির্যাতনের দৃশ্য দেখা গেছে, যা পরবর্তী আইনি কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।
গ্রেফতারকৃতদের কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত