বান্দরবানের লামায় পারিবারিক বিরোধের জেরে সালিশি বৈঠকের আগে ছুরিকাঘাতে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মৃত মজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের আগেই মিনুয়ারার তিন ভাই রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটকরা হলেন চুনতি ইউনিয়নের ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামালের তিন ছেলে—সোহেল মিয়া (২৩), রিয়াজ উদ্দিন (২২), জাহেদ (৩০), মেয়ে সিনু আক্তার (৩৫) ও স্ত্রী হালিমা বেগম (৫০)।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত