1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

কয়রার দিঘির পাড়ে খুলনার দুয়ার খুলে গেল — গেটলক গাড়ির স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে ৪ মে

দয়াল কৃষ্ণ সানা, খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান! উপকূলীয় জনপদ কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের প্রান্তসীমা দিঘির পাড় এবার সরাসরি যুক্ত হচ্ছে খুলনার সাথে।

আগামী ৪ মে ২০২৫ থেকে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত খুলনা-কয়রা দিঘির পাড় সরাসরি গেটলক বাস সার্ভিস। এই ঘোষণা খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যা এই অঞ্চলের মানুষের মাঝে আনন্দের ঢেউ তুলেছে। খুলনা- পাইকগাছা-কয়রা সড়কে চলাচলকারী পরিবহন শ্রমিকদের এই নতুন পথের যাত্রীদের সেবায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি কেবল একটি বাস সার্ভিস নয়, বরং দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ। জানা যায়, কয়রাবাসীর নিরন্তর দাবির প্রতি সম্মান জানিয়ে এবং কয়রা সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় এই গেটলক সার্ভিসটি আলোর মুখ দেখছে। এতদিন খুলনা পর্যন্ত চলাচলকারী পাইকগাছার গেটলক গাড়িটি এখন থেকে সরাসরি দিঘির পাড় পর্যন্ত বিস্তৃত হবে।

পরিবহন দপ্তর সূত্রে প্রাপ্ত সময়সূচী অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা ২ মিনিটে পাইকগাছা কাউন্টার থেকে গেটলক বাসটি খুলনার অভিমুখে যাত্রা করবে। একই দিনে, খুলনা থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে আসা গেটলক ট্রিপটি সন্ধ্যা ৭টা ৫ মিনিটে পাইকগাছা পৌঁছানোর পর স্বল্প বিরতি নিয়ে পুনরায় দিঘির পাড়ের দিকে রওনা হবে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের গেটলকটি লটারির মাধ্যমে নির্ধারিত হবে। এই রুটের সকল গেটলক গাড়িকে অবশ্যই কয়রা সদর হয়ে উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত চলাচল করতে হবে, যা এই অঞ্চলের মানুষের সরাসরি যোগাযোগের সুযোগ নিশ্চিত করবে। এই অভাবনীয় উদ্যোগে উচ্ছ্বসিত কয়রা সদর ইউনিয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট