যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় “ট্রেনিং অন ডিসট্রিক গার্লস্ কাবাডি, কুড়িগ্রাম” প্রকল্পের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রীতি কাবাডি টুর্নামেন্ট। “চল কাবাডি খেলি” স্লোগানে ১১ জুলাই শুক্রবার সকালে আয়োজিত এই টুর্নামেন্টে কুড়িগ্রামের বিভিন্ন স্কুলের মেয়েরা অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক এসআইএম ফেরদৌস আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের প্রধান সহকারী মো. হাসান তারেক, পরিচালকের একান্ত সহকারী মো. নাসির উদ্দিন, হিসাব সহকারী জহুরুল হক জনি, জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আজিজুর হক, গ্রামীণ ফুটবল সংগঠক জালাল হোসেন লাইজু এবং কোচ রেজাউল করিম রাজু প্রমুখ।
এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার মেয়েদের মধ্যে ক্রীড়া অংশগ্রহণ বাড়ানো এবং আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে আয়োজনটি বিশেষ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা জানান।