1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ফের করোনা আতঙ্ক, পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরি, চরম ক্ষোভ

নইম, বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

সারাদেশের মতো কুষ্টিয়াতেও নতুন করে ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। সম্প্রতি রাজধানী ঢাকা থেকে আগত দুইজন করোনা পজিটিভ রোগী কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে এসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এমন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার জন্য স্থাপিত একমাত্র পিসিআর ল্যাব থেকে সব যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার খবর জানাজানি হলে জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ল্যাবের যন্ত্রপাতি ধাপে ধাপে চুরি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে মাসখানেক আগে।

জানা যায়, ২০২০ সালের ১৬ এপ্রিল করোনা ভাইরাস শনাক্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে একতলা একটি ভবনে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় প্রায় এক বছর আগে ল্যাবটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ল্যাবটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ এবং দায়িত্বে থাকা দুজন কর্মচারী।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, “গত চার মাস ধরে ধাপে ধাপে যন্ত্রাংশ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাসখানেক আগে বিষয়টি নজরে আসে। এর পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তারা প্রতিবেদন জমা দিয়েছে।”

তিনি আরও বলেন, “যাদের দায়িত্বে রাখা হয়েছিল, তাদের চরম অবহেলা রয়েছে। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।”

পিসিআর ল্যাবের এমন অব্যবস্থাপনা এবং চুরির ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট