1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের বিভিন্ন চরে জোয়ারে ভেসে গেছে শতশত পশুর মৃতদেহ

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

মেঘনা নদীর প্রবল জোয়ার ও বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন চরাঞ্চলে শতশত পশু নদীর পানিতে ভেসে গেছে। শুক্রবার (৩০ মে) বিকেল থেকে সন্ধ্যায় নবীগঞ্জ, হাজীগঞ্জ ও নাসিরগঞ্জ এলাকার নদীপাড়ে অন্তত ৮টি মৃত পশুর দেহ দেখা গেছে, যার মধ্যে রয়েছে ২টি মহিষ এবং ৬টি গরু।

স্থানীয়রা জানাচ্ছেন, চর লরেঞ্চে সকাল থেকে ৫০টির মতো গরু, ছাগল ও মহিষের মৃতদেহ ভেসে যেতে দেখা গেছে। একই এলাকার মোরশেদ ৯টি গরুর মৃতদেহ দেখেছেন, আর চর ফলকনে দুপুরে ২৬টি পশুর মৃতদেহ ভেসে গেছে।

নবীগঞ্জের চর কাকঁড়ায় ইসমাইলের ১৩টি মহিষের মধ্যে ৫টি নিখোঁজ রয়েছে। স্থানীয় রাখালদের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরের বিভিন্ন চরে অন্তত ২০০টিরও বেশি পশু নিখোঁজ রয়েছে।

রামগতি উপজেলার দ্বীপচর তেলিয়ারচরের বাসিন্দা মোঃ আলা উদ্দিন জানান, ওই এলাকায়ও শতশত পশু জোয়ারের পানিতে ভেসে গেছে। তিনি আশা করেন, আগামী ২-৩ দিনের মধ্যে নিখোঁজ পশুদের সঠিক তথ্য পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট