যশোরের বাঘারপাড়া উপজেলার পৌর যুব দলের নেতা তাসকিন হোসেন ইজিবাইক স্টার্টারদের কাছে চাদা দাবি করে। তাসকিন হলেন মহিরাম গ্রামের সামসু মিস্ত্রির ছেলে সে বাঘারপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তিনি চাদা দাবি করে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুক্তার হোসেন চাদা না দেওয়াই মুক্তার তার ভাই নুর ইসলাম ও আছাদের ছেলে খাইরুল হোসেনকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তারা তিনজনই এখন বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদিন অবস্থায় আছে।
তাসকিন তার দলবল নিয়ে এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে চাদা দাবী সহ মাদক ব্যবসা করে আসছে তাসকিনের সাথে মাসুম,, মিরাজ মিলে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদের ভয়ে কেউ কথা বলতে সাহস পাই না। বিভিন্ন লোকের সাথে কথা বলে জানা গেছে তাসকিন এর আগেও মাদক মামলা সহ বিভিন্ন মামলার আসামি সে কয়এক বছর মালেশিয়াই ছিল গত ৫ই আগস্টের পরে দেশে এসে আবার নতুন করে মাদক ব্যবসাও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত