
নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণকে ‘ব্লাফ’ বা ‘আইওয়াশ’ করার জন্য কিনা—তা বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, “জাতীয় নির্বাচনের আগে আরেকটি গণভোটের প্রেক্ষাপট আছে কি?”
নুরুল হক নুর বলেন, জামায়াত ও এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে। জানুয়ারিতে নির্বাচন সম্ভব হলে ফেব্রুয়ারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হীনস্বার্থে বিভাজনের পথ পরিহার করে ঐক্যের আহ্বান জানান নুর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply