জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিচার কার্যক্রম রোববার (১ জুন) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বিষয়টি শনিবার (৩১ মে) বিকেলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি জানান, রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
এর আগে জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান হবে।
তিনি বলেন, “এই বিচার এমনভাবে পরিচালিত হবে যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।”
উল্লেখ্য, গত ১২ মে মামলার তদন্ত শেষ হওয়ার পর এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, সরকারবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে ১ হাজার ৪০০–র বেশি মানুষ হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগের প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনার মতো অভিযোগ। একই ধরনের অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধেও।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত