1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভে নগর ভবনের সব ফটকে তালা, সেবাসংক্রান্ত কার্যক্রম বন্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা, ফলে সেবাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে নগর ভবনের প্রবেশের সব ফটকে মোট ৬৫টি তালা লাগানো হয় বলে জানা গেছে। সরেজমিনে এই তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছে প্রথম আলো।

‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের সমর্থক ও অনুসারীরা মেয়র পদে তাঁকে না বসানোর প্রতিবাদে এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, উল্লিখিত ব্যক্তিদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট