টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলাতেই বদলে গেছে টাইগারদের পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় হারের পর দ্বিতীয় ওয়ানডেতে আরও বাজে অবস্থার শিকার হয়েছে দল। বোলাররা জয়ের দারুণ মঞ্চ তৈরি করলেও ব্যাটারদের চরম ব্যর্থতায় তা ধূলিসাৎ হয়।
সিরিজে সমতা ফেরাতে ১৯১ রানের সহজ লক্ষ্য পেলেও বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৮.৩ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায়। আফগানিস্তান এক ম্যাচ হাতে রেখেই ৮১ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজ জিতে নেয়। দলের হয়ে একাই ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন রশিদ খান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদীর দল শুরুতে কিছুটা চাপে পড়লেও ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবী ইনিংস সামলান। জাদরান করেন ৯৫ রান, নবী ২০ রান করে আউট হন। শেষদিকে রহমত শাহ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত আফগানিস্তান ৪৪.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয়।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। তানজিদ হাসান তামিম শূন্য রানে ফেরেন, এরপর নাজমুল হোসেন শান্ত রান আউট হন ৭ রানে। সাইফ হাসান ও তাওহীদ হৃদয় দলীয় ৪০ রানের মধ্যেই আউট হন। এরপর জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। রশিদের স্পিন জাদুতে ১০৯ রানে অলআউট হয় টাইগাররা।