বিনোদনপাড়ায় বেশ কিছুদিন ধরেই চলছে অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন। এতদিন এ বিষয়ে কেউ মুখ না খুললেও অবশেষে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি দেশের একটি বিনোদনমূলক শোতে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়। সেখানে তাকে প্রশ্ন করা হয়, “নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়, আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন?”
প্রশ্ন শুনে প্রথমে মুচকি হাসেন সাদিয়া। কিছুটা লজ্জিত ভঙ্গিতে উত্তর দেন, “যা রটে, তার কিছু হলেও ঘটে।”
উপস্থাপক আবারও জানতে চাইলে তিনি বলেন, “আমি ব্লাশ করছি, এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দিই। আমারও ভালো লাগে।”
এরপর কিছুটা গম্ভীর হয়ে সাদিয়া যোগ করেন, “ভবিষ্যতে কী হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।”
তবে নিজের অনুভূতি খোলামেলা জানালেও, নির্মাতা রেদওয়ান রনি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া আয়মান। দর্শক ও সমালোচক উভয়ের কাছেই তার চরিত্রটি আলোচিত হয়। পাশাপাশি তিনি ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে সমানতালে কাজ করছেন এবং বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।