মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। একইসাথে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চলেও বৃষ্টি হতে পারে।
পরবর্তী দিনগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত অধিকাংশ বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসময় সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।