তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য প্রতিমাসের শুরুতে নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই ধারাবাহিকতায় মে মাসে দাম বাড়বে নাকি কমবে, তা আজ (রোববার) বিকেল ৪টায় ঘোষণা করা হবে।
বুধবার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত মে ২০২৫ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এলপিজির মূল্য সমন্বয়ের নির্দেশনা রোববার বিকেলে প্রকাশ করা হবে।
এর আগে এলপিজির মূল্য কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে।
৬ এপ্রিল: বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখে।
৩ মার্চ: ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়।
ফেব্রুয়ারি: দাম ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা করা হয়।
জানুয়ারির শুরুতে দাম অপরিবর্তিত রাখা হলেও, ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।
মে মাসের নতুন মূল্য কত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আজ বিকেল পর্যন্ত।