ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের দাম ছিল ১ হাজার ৪৫০ টাকা, অর্থাৎ দাম কমেছে ১৯ টাকা। নতুন এই দাম ৪ মে (রোববার) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একইসঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ৮৪ পয়সা হ্রাস করা হয়েছে।
এর আগে:
এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়।
মার্চ মাসে দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে ১২ কেজির দাম ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত