1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সরকারি এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব গ্রহণ করেনি বিইআরসি

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রস্তাব আপাতত আমলে নেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে প্রস্তাব আমরা এখন পর্যন্ত আমলে নিইনি।’

সম্প্রতি এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দেয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়ার সই করা এই আবেদনটি বিইআরসিতে জমা পড়ে।

আবেদনে ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয় বৃদ্ধি ও অপারেশন খরচ বাড়ার বিষয়টি উল্লেখ করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডার গ্যাসের দাম বর্তমানে ১,৩২৩ টাকা হওয়ায় সরকারি গ্যাসের মূল্য সমন্বয়ের প্রয়োজন বলেও প্রস্তাবে তুলে ধরা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৪ মে বিইআরসি গণশুনানি ছাড়াই সরকারি এলপিজির দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা নির্ধারণ করে। এ নিয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তীব্র প্রতিক্রিয়া জানায়।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম গণমাধ্যমকে বলেন, বিইআরসি আগেও গণশুনানি ছাড়াই বেআইনিভাবে দাম বাড়িয়েছে। এবারও এমন উদ্যোগ নেওয়া হলে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!