বরগুনার বামনা উপজেলার ঘোপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং জমিয়াতুল মোদারেসিন বামনা উপজেলা শাখার সেক্রেটারী মাওঃ এ.বি.এম আমিনুল হক আর নেই।
গতকাল বুধবার দুপুর ১২.০০টার সময় তিনি নানারোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহির….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জমিয়াতুল মোদারেসিন বামনা উপজেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।