বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে মাহদী হাসান প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। থানার ভেতরে বসেই তিনি বলেন, ‘বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।’ এ সময় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে উদ্দেশ্য করে তিনি এ ধরনের বক্তব্য দেন বলে জানা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করেন এবং অতীতের বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে হুমকিমূলক কথা বলেন।
ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়,
‘আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগ্বিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’
এই বক্তব্যের পরপরই মাহদী হাসানের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়।
এদিকে, শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। সংগঠনটি তার বক্তব্য ও আচরণ নিয়ে ব্যাখ্যা চায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।