1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

ডাকসু জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার, সমর্থন আবু বাকের মজুমদারের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার। একইসঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিন সরকার এ ঘোষণা দেন। তিনি বলেন, “সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। তাই ডাকসুতে নির্বাচিত কেউ অভ্যুত্থানের প্রথম সারির একজন হলে, তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন।”

মাহিন আরও বলেন, “আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। যদি তিনি বিজয়ী হন, সেটা আমার বিজয় হিসেবেও গণ্য হবে। তাই আমি তার প্রতি সমর্থন প্রকাশ করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!