চীনের রাজধানী বেইজিং দেশটির প্রথম প্রাদেশিক অঞ্চল হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলোয় বাধ্যতামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালু করেছে। চলতি সেমিস্টারে বেইজিংয়ের এক হাজার চারশ’রও বেশি বিদ্যালয়ে এই পাঠ চালু হয়েছে।
সম্প্রতি প্রকাশিত দুটি নির্দেশিকার ভিত্তিতে এআই কারিকুলাম, শেখানোর পদ্ধতি ও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে হাইতিয়ান ডিস্ট্রিক্ট এক্সপেরিমেন্টাল প্রাইমারি স্কুল ও কুয়াংছুমেন মিডল স্কুলে পূর্ণাঙ্গ এআই শিক্ষা শুরু হয়েছে।
শিক্ষার্থীরা ব্লক-ভিত্তিক প্রোগ্রামিং, রোবট ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে হাতে-কলমে এআই শিখছে। প্রাথমিক শ্রেণিতে মৌলিক ধারণা, মধ্যম শ্রেণিতে নীতিমালা এবং উচ্চ শ্রেণিতে স্মার্ট হার্ডওয়্যার প্রজেক্ট তৈরি শেখানো হচ্ছে।
কুয়াংছুমেন মিডল স্কুলে তৃতীয় শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত ধারাবাহিক এআই কারিকুলাম চালু হয়েছে। উচ্চমাধ্যমিকে গণিত, বিজ্ঞান, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ও স্বয়ংক্রিয় প্রযুক্তি শেখানো হচ্ছে, যেখানে হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান সহযোগিতা করছে।
শিক্ষকরা জানান, শিক্ষার্থীরা যেন এআই-কে শেখার সহায়ক হিসেবে ব্যবহার করতে শেখে—এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।