সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়িটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি ও ৫ বোতল ভদকা জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা।
জব্দকৃত মদ সংক্রান্ত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত