1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

২০২৬ সালের ৫ মার্চ নির্বাচন নেপালে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল। আগামী বছর ৫ মার্চ, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তার কার্যালয় থেকে জানানো হয়। এ সময় প্রেসিডেন্ট হাউজ অব রিপ্রেজেনটেটিভস (পার্লামেন্ট) অবলুপ্ত করার সিদ্ধান্তও অনুমোদন করেন। খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নিয়োগ চূড়ান্ত হওয়ার কিছুক্ষণ পরই এই ঘোষণা আসে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে চলমান আন্দোলন সহিংস রূপ নিলে এবং প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করলে নেতৃত্বে শূন্যতা দেখা দেয়। অন্তর্বর্তী সরকার নিয়োগের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মতবিরোধও তৈরি হয়েছিল।

অবশেষে নেপালের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। শপথ নেওয়ার পরই তার পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেন প্রেসিডেন্ট পাওদেল।

ওলি সরকারের সময়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করা হলে দুর্নীতিবিরোধী আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে। এ পর্যন্ত সহিংসতায় অন্তত ৫১ জন নিহত এবং এক হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। তবে শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে; দোকানপাট খুলছে এবং সড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে।

এদিকে, নেপালের নতুন অন্তর্বর্তী সরকার ও নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী ভারত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন। নেপালের ভাই ও বোনদের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির জন্য ভারত সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবে।”

২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকেই নেপালে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। কর্মসংস্থানের অভাবে লাখো তরুণ-তরুণী মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় কাজের সন্ধানে দেশ ত্যাগ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!