1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আজ ২৫ ডিসেম্বর, বিশ্বব্যাপী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। এই দিনে বেথলেহেম নগরীতে জন্মগ্রহণ করেছিলেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। খ্রিষ্টান বিশ্বাস মতে, ঈশ্বরের প্রেরিত এই শিশুই পরবর্তীতে মানবতার মুক্তি ও শান্তির বাণী প্রচার করেন।

বাংলাদেশসহ বিশ্বের সব দেশে দিনটি আনন্দ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে মানবতার কল্যাণে যিশুখ্রিষ্টের শান্তির বাণী প্রচার করা হবে।

দেশের সকল গির্জা আলোকসজ্জা ও সজ্জায় সাজানো হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গির্জা ও প্রধান স্থানগুলো আলোকিত করা শুরু হয়। রাত ৭টা থেকে বিশেষ প্রার্থনার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ হলো ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা ও সান্তাক্লজের উপহার। শিশুরা এই দিনটিকে অধীর আগ্রহে অপেক্ষা করে। অনেক খ্রিষ্টান পরিবারে বিশেষ খাবারের আয়োজন ও কেক তৈরি করার রীতি রয়েছে।

খ্রিষ্টান ধর্মমতে, শিশু যিশুর নামকরণ করা হয়েছিল ঈশ্বরের দূতের নির্দেশে। বাংলায় তিনি ‘যিশু’ নামে পরিচিত। তার শিক্ষা ও বাণী বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য আশা ও মুক্তির পথ দেখিয়ে আসছে।

বড়দিনের এই শুভ উপলক্ষে দেশের সকল খ্রিষ্টান ভাইবোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!